Wellcome to National Portal
‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২২

বাংলা টু আইপিএ কনভার্টার

আইপিএ হলো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা মানুষের দ্বারা উচ্চারিত প্রায় সব ধ্বনির লিখিত রূপকে প্রকাশ করা যায়। পৃথিবীর প্রায় সব ভাষার জন্য ’ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসেসিয়েশন’ এই বর্ণমালা প্রণয়ন ও প্রমিতকরণ করে থাকে।  ভাষাবিজ্ঞানীসহ  বিদেশি ভাষার ছাত্র-শিক্ষক, স্পিচ-প্যাথলজিস্ট, গায়ক, অনুবাদক এই বর্ণমালা ব্যবহার করে থাকে। এই কম্পোনেন্টের মাধ্যমে বাংলা ইউনিকোড টেক্সটকে আইপিএতে রূপান্তর করা যাবে। সাধারণত এই কনভার্টার ব্রড ও ন্যারো ট্রান্সস্ক্রিপশন রীতি অনুসরণ করে তৈরি হচ্ছে।  এই কনভার্টার তৈরির ফলে দ্রুত বাংলা ভাষার উচ্চারিত রূপকে আন্তর্জাতিক মান অনুসারে লেখা যাবে। এর কয়েকটি মডিউল হলো,বাংলা টু আইপিএ এবং আইপিএ টু বাংলা ট্রান্সস্ক্রিপশন সিস্টেম ও কনভার্টার, ওয়েববেসড আইপিএ রাইটিং প্লাটফরম, আইপিএ ফন্ট।

 

কম্পোনেন্টটি ব্যবহার করতে ভিজিট করুন:  https://ipa.bangla.gov.bd/